বিচারকর্তৃগণ 18:31 - পবিত্র বাইবেল31 মীখার তৈরী মূর্ত্তিগুলো দানরা পূজা করতো। যতদিন শীলোতে ঈশ্বরের গৃহ ছিল ততদিন সর্বক্ষণই তারা ঐসব মূর্ত্তি পূজো করত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আর যত দিন শীলোতে আল্লাহ্র এবাদতখানাটি থাকলো, তারা নিজেদের জন্য মিকাহ্র তৈরি ঐ খোদাই-করা মূর্তি স্থাপন করে রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 যতদিন শীলোতে ঈশ্বরের মন্দির ছিল, ততদিন তারা মীখার তৈরি করা প্রতিমাটি ব্যবহার করে যাচ্ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 শীলোতে ঈশ্বরের মন্দির যতদিন ছিল ততদিন মীখার তৈরী ঐ খোদাই করা মূর্তিই ছিল তাদের ইষ্টদেবতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ থাকিল, তাহারা আপনাদের জন্য মীখার নির্ম্মিত ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করিয়া রাখিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ (তাঁবু) থাকল, তারা নিজেদের জন্য মীখার তৈরী ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করে রাখল। অধ্যায় দেখুন |