বিচারকর্তৃগণ 14:7 - পবিত্র বাইবেল7 শিম্শোন শহরে গিয়ে পলেষ্টীয় মেয়েটির সঙ্গে কথাবার্তা বলল। মেয়েটি তাকে খুশি করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে তিনি গিয়ে সেই কন্যার সঙ্গে আলাপ করলেন; আর সে শামাউনের দৃষ্টিতে খুবই সুন্দরী বলে মনে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পরে তিনি সেই মহিলাটির কাছে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বললেন, এবং মেয়েটিকে তাঁর খুব পছন্দ হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারপর তিনি সেই মেয়েটির কাছে গেলেন। তার সঙ্গে কথাবার্তা বলে তাকে তাঁর খুব পছন্দ হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে তিনি গিয়া সেই কন্যার সহিত আলাপ করিলেন; আর সে শিম্শোনের দৃষ্টিতে মনোহরা হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 পরে তিনি গিয়ে সেই কন্যার সঙ্গে আলাপ করলেন; আর সে শিম্শোনের দৃষ্টিতে খুবই সুন্দরী ছিল। অধ্যায় দেখুন |