বিচারকর্তৃগণ 11:14 - পবিত্র বাইবেল14 দূতরা যিপ্তহর কাছে এই কথা শোনাল। তারপর যিপ্তহ আবার তাদের অম্মোনদের রাজার কাছে পাঠাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাতে যিপ্তহ অম্মোনীয়দের বাদশাহ্র কাছে পুনর্বার দূত পাঠালেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যিপ্তহ অম্মোনীয় রাজার কাছে আবার দূত পাঠিয়ে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যিপ্তাহ্ আবার আম্মোনরাজের কাছে দূত পাঠালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহাতে যিপ্তহ অম্মোন-সন্তানগণের রাজার নিকটে পুনর্ব্বার দূত পাঠাইলেন; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তাতে যিপ্তহ অম্মোনীয়দের রাজার কাছে পুনরায় দূত পাঠালেন; অধ্যায় দেখুন |
রাজা তাদের বলল, “ইস্রায়েলের সঙ্গে আমাদের লড়াই জারি রয়েছে কারণ ওরা মিশর থেকে চলে আসার সময় আমাদের সমস্ত জমিজায়গা কেড়ে নিয়েছে। অর্ণোন নদী থেকে যব্বোক নদী এবং যর্দন নদী পর্যন্ত আমাদের যত জমি আছে, সব ওরা নিয়ে নিয়েছে। এখন যাও ইস্রায়েলীয়দের গিয়ে বলো, আমাদের জায়গাগুলো যেন কোনো ঝামেলা না করে ফিরিয়ে দেয়।”