ফিলিপীয় 4:19 - পবিত্র বাইবেল19 আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর আমার আল্লাহ্ মসীহ্ ঈসাতে স্থিত আপন গৌরবের ধন অনুসারে তোমাদের সমস্ত অভাব পরিপূর্ণভাবে মিটিয়ে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আর আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্থিত তাঁর গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুর মাধ্যমে তাঁর সুমহান ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর আমার ঈশ্বর গৌরবে তাঁর ধনসম্পদ অনুযায়ী খ্রীষ্ট যীশুতে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন। অধ্যায় দেখুন |