ফিলিপীয় 3:14 - পবিত্র বাইবেল14 কিন্তু একটি বিষয়ে আমি চেষ্টা করে চলেছি; অতীতের সবকিছু ভুলে সামনের লক্ষ্যে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করছি যাতে পুরস্কার লাভ করি। উর্ধস্থ জীবনের জন্য খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের আহ্বানস্বরূপ এই পুরস্কারের প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি মসীহ্ ঈসাতে আল্লাহ্র বেহেশতী আহ্বানের পুরস্কার পাবার জন্য চেষ্টা করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 লক্ষ্যের অভিমুখে দৌড়াই, যেন ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন, সেই পুরস্কার লাভ করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঊর্ধ্বলোক থেকে স্বয়ং ঈশ্বর পূর্ণসিদ্ধির পুরস্কার দানের জন্য যীশু খ্রীষ্টের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আমি সেই সিদ্ধির জন্য সোজা ছুটে চলেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের কৃত ঊর্দ্ধদিক্স্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 লক্ষ্যের দিকে দৌড়াতে দৌড়াতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে ডাক যা তিনি পুরষ্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন তার জন্য যত্ন করছি। অধ্যায় দেখুন |