প্রেরিত্ 9:12 - পবিত্র বাইবেল12 তার এই দর্শনলাভ হয়েছে যে অননিয় নামে একজন লোক এসে তার ওপর হাত রাখাতে সে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর দেখ, সে মুনাজাত করছে এবং সে দেখেছে, অননিয় নামে এক ব্যক্তি এসে তার উপরে হাত রাখছে, যেন সে দৃষ্টি ফিরে পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এক দর্শনে সে দেখেছে যে, অননিয় নামে এক ব্যক্তি এসে তার উপরে হাত রাখলেন, যেন সে দৃষ্টিশক্তি ফিরে পায়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সেখানে তার্ষ নগরের শৌল নামে এক ব্যক্তির খোঁজ কর। দেখবে, সে সেখানে প্রার্থনা করছে। সে দর্শন পেয়েছে যে অননীয় নামে একজন ব্যক্তি তার কাছে গিয়ে তার মাথায় হস্তার্পণ করেছে যাতে সে আবার দৃষ্টি ফিরে পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর সে দেখিয়াছে, অননিয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 শৌল দর্শন দেখলেন যে, “অননিয় নামে এক ব্যক্তি এসে তাঁর উপর হাত রাখলেন যেন সে পুনরায় দেখতে পায়।” অধ্যায় দেখুন |