প্রেরিত্ 4:20 - পবিত্র বাইবেল20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারব না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 কারণ আমরা যা দেখেছি ও শুনেছি, তা না বলে থাকতে পারছি না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমরা কিন্তু যা দেখেছি ও শুনেছি, তা না বলে নীরব থাকতে পারব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহা না বলিয়া থাকিতে পারি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 কিন্তু আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারিনা” অধ্যায় দেখুন |
কখনো আমি নিজে নিজে বলেছি, “আমি প্রভুকে ভুলে যাব। প্রভুর নাম করে আর কথা বলব না।” যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায়, পোড়ায়। হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না।