প্রেরিত্ 4:18 - পবিত্র বাইবেল18 তাই তারা পিতর ও যোহনকে আবার ভেতরে ডাকল; আর যীশুর নামে কোন কিছু বলতে বা শিক্ষা দিতে নিষেধ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে তাঁরা ওঁদেরকে ডেকে এই হুকুম দিলেন, তোমরা ঈসার নামে একেবারেই কোন কথা বলো না, কোন শিক্ষাও দিও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাঁরা তখন আবার তাঁদের ভিতরে ডেকে পাঠালেন ও আদেশ দিলেন, যেন তাঁরা যীশুর নামে আদৌ আর কোনো কথা না বলে, বা শিক্ষা না দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তখন তাঁরা পিতর ও যোহনকে আবার ডেকে যীশুর নামে কাউকে কোন কথা বলতে বা উপদেশ দিতে সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে তাঁহারা উহাঁদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যীশুর নামে একেবারেই কোন কথা বলিও না, কোন উপদেশও দিও না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তাই তারা পিতর এবং যোহনকে ভিতরে ডাকলো এবং তাঁদের নির্দেশ করলো কাউকে যেন কিছু না বলে এবং যীশুর নামে শিক্ষা না দেয়। অধ্যায় দেখুন |