প্রেরিত্ 28:7 - পবিত্র বাইবেল7 সেই জায়গার কাছেই দ্বীপের প্রধান কর্মকর্তা জমিদার পুব্লিয় থাকতেন। তিনি তাঁর বাড়িতে আমাদের সাদরে নিয়ে গেলেন। তিনি আমাদের প্রতি খুব ভাল ব্যবহার করলেন আর তিন দিন ধরে আমাদের আতিথ্য করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ঐ স্থানের কাছে সেই দ্বীপের পুব্লিয় নামক প্রধানের ভূসম্পত্তি ছিল; তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করে সৌজন্য সহকারে তিন দিন পর্যন্ত আমাদের মেহমানদারী করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কাছেই ছিল সেই দ্বীপের প্রধান কর্মকর্তা পুব্লিয়ের জমিজায়গা। তিনি আমাদের তাঁর বাড়িতে স্বাগত জানালেন এবং তিন দিন যাবৎ আমাদের অতিথি আপ্যায়ন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মালটা দ্বীপে যিনি প্রধান ছিলেন তাঁর ভূসম্পত্তি ছিল সেই জায়গারই কাছাকাছি অঞ্চলে। তাঁর নাম ছিল পাবলিয়াস। তিনি আমাদের পরম সমাদরে আতিথ্য করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ঐ স্থানের নিকটে সেই দ্বীপের পুব্লিয় নামক প্রধানের ভূসম্পত্তি ছিল; তিনি আমাদিগকে সাদরে গ্রহণ করিয়া সৌজন্য সহকারে তিন দিন পর্য্যন্ত আমাদের আতিথ্য করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 ঐ স্থানের কাছে সেই দ্বীপের পুব্লীয় নামে প্রধানের জমিজমা ছিল; তিনি আমাদের খুশির সাথে গ্রহণ করে অতিথিস্বরূপ তিনদিন পর্যন্ত আমাদের সেবাযত্ন করলেন। অধ্যায় দেখুন |