প্রেরিত্ 17:17 - পবিত্র বাইবেল17 তাই তিনি সমাজ-গৃহে গিয়ে ইহুদী ও ভক্ত গ্রীকদের সঙ্গে ও হাটে বাজারে লোকদের কাছে প্রতিদিন ধর্মালোচনা করতে লাগলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 অতএব তিনি মজলিস-খানায় ইহুদী ও ভক্ত লোকদের কাছে এবং বাজারে প্রতিদিন যাদের সঙ্গে দেখা হত, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তাই তিনি সমাজভবনে ইহুদিদের ও ঈশ্বরভয়শীল গ্রিকদের সঙ্গে এবং বাজারে যাদের সঙ্গে তাঁর দিনের পর দিন সাক্ষাৎ হত, তাদের কাছে এ নিয়ে আলোচনা করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাই তিনি ইহুদীদের সমাজভবনে ইহুদী ও অন্যান্য উপাসকদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করলেন। প্রতিদিন বাজারে গিয়ে যারই সঙ্গে দেখা হত, তার সঙ্গেই এই বিষয় নিয়ে আলোচনা করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 অতএব তিনি সমাজ-গৃহে যিহূদী ও ভক্ত লোকদের কাছে, এবং বাজারে প্রতিদিন যাহাদের সঙ্গে দেখা হইত, তাহাদের কাছে কথা প্রসঙ্গ করিতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 এর ফলে তিনি সমাজঘরে যিহূদী ও ভক্ত লোকদের কাছে এবং বাজারে প্রতিদিন যাদের সঙ্গে দেখা হত, তাদের কাছে যীশুর বিষয়ে কথা বলতেন অধ্যায় দেখুন |