প্রেরিত্ 13:28 - পবিত্র বাইবেল28 মৃত্যুদণ্ড দেবার মতো তাঁর কোন দোষ না পেলেও তারা পীলাতের কাছে তাঁকে হত্যা করার জন্য দাবী জানায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পেলেও তারা পীলাতের কাছে যাচ্ঞা করলো, যেন তাঁকে হত্যা করা হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 যদিও তাঁকে প্রাণদণ্ড দেওয়ার জন্য তারা কোনো যথাযথ কারণ খুঁজে পায়নি, তবুও তারা পীলাতের কাছে নিবেদন করেছিল যেন তাঁকে হত্যা করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 প্রাণদণ্ডের যোগ্য কোন দোষ তারা তাঁর উপরে আরোপ করতে পারেনি, তথাপি তাঁকে হত্যা করার জন্য পীলাতের কাছে আবেদন জানিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পীলাতের নিকটে যাচ্ঞা করিল, যেন তাঁহাকে বধ করা হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যদিও তারা প্রাণদন্ডের জন্য কোন দোষ তাঁর মধ্যে পায়নি, তারা পিলাতের কাছে দাবী জানালো, যেন তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়। অধ্যায় দেখুন |