প্রেরিত্ 1:1 - পবিত্র বাইবেল1 প্রিয় থিয়ফিল, আমার প্রথম বইটিতে যীশু যে সব কাজ করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার বিবরণ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে থিয়ফিল, প্রথম কিতাবটি আমি সেসব বিষয় নিয়ে রচনা করেছি, যা ঈসা সেদিন পর্যন্ত যে সব কাজ করতে ও শিক্ষা দিতে আরম্ভ করেছিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে থিয়ফিল, আমার আগের বইতে আমি সেইসব বিষয় লিখেছি, যেগুলি যীশু সম্পন্ন করতে ও শিক্ষা দিতে শুরু করেছিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1-2 প্রিয় থিয়ফিল, যীশু যেদিন থেকে শিক্ষাদান ও কাজ আরম্ভ করেছিলেন, সেইদিন থেকে তাঁর স্বর্গে নীত হওয়ার দিন পর্যন্ত সমসত্ বিষয় আমার পুস্তকের প্রথম খণ্ডে লিখেছি। স্বর্গে নীত হওয়ার পূর্বে পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে তিনি তাঁর প্রেরিতরূপে মনোনীত শিষ্যদের প্রয়োজনীয় নির্দেশ দান করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে থিয়ফিল, প্রথম প্রবন্ধটী আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি, যাহা যীশু সেই দিন পর্য্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 প্রিয় থিয়ফিল, প্রথম বইটা আমি সেই সমস্ত বিষয় নিয়ে লিখেছি, যা যীশু করতে এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন, সেদিন পর্যন্ত, অধ্যায় দেখুন |