প্রকাশিত বাক্য 7:17 - পবিত্র বাইবেল17 কারণ সিংহাসনের ঠিক সামনে যে মেষশাবক আছেন তিনি এদের মেষপালক হবেন, তাদের জীবন জলের প্রস্রবণের কাছে নিয়ে যাবেন আর ঈশ্বর এদের সমস্ত চোখের জল মুছিয়ে দেবেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ-শাবক এদেরকে পালন করবেন এবং জীবন-পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন, আর আল্লাহ্ এদের চোখের সমস্ত পানি মুছে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 কারণ সিংহাসনের কেন্দ্রে স্থিত মেষশাবক তাদের পালক হবেন; ‘তিনি তাদের জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন।’ ‘আর ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন।’” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কারণ সিংহাসনের কেন্দ্রমণি মেষশাবকএঁদের পালন করবেন। তিনিই জীবনবারির উৎসের কাছেনিয়ে যাবেন এঁদেরঈশ্বর স্বয়ং মুছিয়ে দেবেনএঁদের অশ্রুজল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 কারণ সিংহাসনের সেই মেষ শিশু যিনি সিংহাসনের মাঝখানে আছেন, তিনিই এদের রাখল হবেন এবং জীবন জলের ঝর্নার কাছে তিনি এদের নিয়ে যাবেন, আর ঈশ্বর তাদের চোখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন। অধ্যায় দেখুন |