প্রকাশিত বাক্য 19:7 - পবিত্র বাইবেল7 এস, আমরা আনন্দ ও উল্লাস করি, আর তাঁর মহিমা কীর্তন করি, কারণ মেষশাবকের বিবাহের দিন এল। তাঁর বধূও বিবাহের জন্য নিজেকে প্রস্তুত করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাঁকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিয়ে উপস্থিত হল এবং তাঁর ভার্যা নিজেকে প্রস্তুত করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি এবং তাঁকে মহিমা প্রদান করি! কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এস, আমরা আন্দ করি, উল্লসিত হই,তাঁর মর্যাদা স্বীকার করি,কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত,তাঁর বধূ নিজেকে প্রস্তুত করেছে,নিজেকে সজ্জিত করার জন্য অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, এবং তাঁহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, এবং তাঁহার ভার্য্যা আপনাকে প্রস্তুত করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 “এসো আমরা মনের খুশিতে আনন্দ করি এবং তাঁকে গৌরব দিই, কারণ মেষশিশুর বিয়ের দিন এসে গেছে এবং তাঁর কন্যে নিজেকে প্রস্তুত করেছেন।” অধ্যায় দেখুন |