পরমগীত 8:6 - পবিত্র বাইবেল6 শীলমোহরের মত আমাকে তোমার হৃদয়ের ওপরে রেখো। শীলমোহরের মত বাহুর ওপরে রেখো। ভালোবাসা মৃত্যুর মতই শক্তিশালী। কামনার আবেগ কবরের মতই বলবান। এর শিখাগুলি জ্বলন্ত আগুনের শিখার মত! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ, তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ; কেননা মহব্বত মৃত্যুর মত বলবান; অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর; তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ঘিরে রাখ তুমি তোমার হৃদয়খানি আমা বিনা আর বেঁধো না কারেও তব বাহুবন্ধনে। শক্তিধর সেই প্রেম মরণের মত, কামনা যেন অমোঘ মৃত্যু, জ্বলে ওঠে অগ্নিশিখার মত, দাউ দাউ করে জ্বলে লেলিহান অগ্নিশিখা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে, মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ; কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান; অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর; তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার হৃদয়ে এবং তোমার বাহুতে রাখ; কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী, হৃদয়ের যন্ত্রণা পাতালের মত নিষ্ঠুর, তার শিখা আগুনের শিখা, সেটা সদাপ্রভুর আগুনের মত। অধ্যায় দেখুন |