পরমগীত 6:3 - পবিত্র বাইবেল3 আমি একমাত্র আমার প্রেমিকের এবং আমার প্রেমিক একমাত্র আমারই। সে পদ্ম বনে ঘুরে বেড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি লিলি ফুলবনে পাল চরান। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই; তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তিনি যে আমার, শুধু আমারই আমিও যে শুধু তাঁর। কুসুম কানন মাঝে তুষিছেন তিনি তাঁর মেষপালে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি শোশন পুষ্পবনে [পাল] চরান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 আমি আমার প্রিয়তমেরই এবং তিনি আমারই, তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরান। অধ্যায় দেখুন |