পরমগীত 6:12 - পবিত্র বাইবেল12 আমি নিজেও জানতাম না যে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথের মধ্যে। ---- অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 বিষয়টি ভালো করে বোঝার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 একি হল মোর? হৃদয়ের মাঝে একি হিল্লোল! ঘুমিয়েছিল যে প্রেম আমার বুকের মাঝে, কেন তুমি তারে জাগিয়ে দিলে আমি মরি যে লাজে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির [মধ্যে]। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আমি খুব আনন্দিত ছিলাম যে, যদি আমাকে আমার জাতির রাজার রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিত। অধ্যায় দেখুন |