পরমগীত 5:15 - পবিত্র বাইবেল15 তার পা দুটি সোনার পায়ার ওপরে মর্মর স্তম্ভের মত। তার চেহারা লিবানোনের শ্রেষ্ঠতম গাছের মত! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত; তাঁর দৃশ্য লেবাননের মত, এরস গাছের মত উৎকৃষ্ট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ। তাঁর আকৃতি লেবাননের মতো, উৎকৃষ্ট সিডার গাছের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সুদৃঢ় বলিষ্ঠ পদদ্বয় যেন দুটি মর্মরস্তম্ভ, দুটি চরণের সুবর্ণ আধারে অপরূপ শোভাময়। সে যেন রাজকীয় মহিমায় সমুন্নত লেবানন গিরিবর শালতরু যেন তরুমাঝে তরুরাজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তাঁহার ঊরুদ্বয় সুবর্ণ চুঙ্গিতে বসান শ্বেতপ্রস্তরময় স্তম্ভদ্বয়ের ন্যায়; তাঁহার দৃশ্য লিবানোনের সদৃশ, এরস বৃক্ষের ন্যায় উৎকৃষ্ট। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির উপর বসানো শ্বেতপাথরের থামের মত; তাঁর চেহারা লিবানোনের মত, বাছাই করা এরস গাছের মত। অধ্যায় দেখুন |
একথা কেউই অস্বীকার করতে পারে না যে আমাদের ধর্মের নিগূঢ় সত্য অতি মহান: খ্রীষ্ট মনুষ্য দেহে প্রকাশিত হলেন, পবিত্র আত্মার শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, স্বর্গদূতরা তাঁর দর্শন পেলেন। সর্বজাতির মধ্যে তাঁর সুসমাচার প্রচারিত হল, জগতের মানুষ তাঁর প্রতি বিশ্বাসী হয়ে উঠল, পরে স্বমহিমায় তিনি স্বর্গে উন্নীত হলেন।