নহিমিয় 9:33 - পবিত্র বাইবেল33 কিন্তু হে আমাদের প্রভু, আমাদের প্রতি যা কিছু ঘটেছে তাতে তুমি ছিলে ন্যায়সঙ্গত। হ্যাঁ, আমরাই ভুল করেছি! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আমাদের প্রতি এসব ঘটলেও তুমি ধর্মময়; কেননা তুমি সত্য ব্যবহার করেছ, কিন্তু আমরা দুষ্কর্ম করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 আমাদের প্রতি যা কিছু ঘটেছে, তুমি ন্যায়পরায়ণ থেকে বিশ্বস্তভাবে কাজ করেছ, কিন্তু আমরা অন্যায় করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 আমাদের দণ্ড দিয়ে ন্যায্য কাজই করেছ তুমি আমরা পাপ করলেও তুমি থেকেছ একনিষ্ট অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আমাদের প্রতি এই সকল ঘটিলেও তুমি ধর্ম্মময়; কেননা তুমি সত্য ব্যবহার করিয়াছ, কিন্তু আমরা দুষ্কর্ম্ম করিয়াছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 আমাদের উপর যা কিছু ঘটতে দিয়েছ তাতে তুমি ধর্মময়; তুমি বিশ্বস্ত ভাবে কাজ করেছ আর আমরা অন্যায় করেছি। অধ্যায় দেখুন |