নহিমিয় 7:71 - পবিত্র বাইবেল71 বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং 1 1/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস71 কয়েকজন পিতৃকুলপতি সেই কাজের ভাণ্ডারে সোনার বিশ হাজার অদর্কোন ও দুই হাজার দুই শত মানি রূপা দিল। অন্য লোকেরা সোনার বিশ হাজার অদর্কোন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ71 কয়েকজন পিতৃকুলপতি ভাণ্ডারে এই কাজের জন্য 20,000 অদর্কোন সোনা ও 2,200 মানি রুপো দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)71 কোন কোন গোষ্ঠীপতি দান করেছিলেন 20000 স্বর্গমুদ্রা 2200 রৌপ্যমুদ্রা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)71 কয়েক জন পিতৃকুলপতি সেই কর্ম্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন ও দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী71 বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন। অধ্যায় দেখুন |