Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:46 - পবিত্র বাইবেল

46 এরা হল মন্দিরের বিশেষ দাস: সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

46 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসুফার সন্তান, টব্বায়োতের সন্তান,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

46 মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

46 মন্দিরের ভৃত্যেরা —সীহের বংশধর, হসুফার বংশধর, টব্বায়োতের বংশধর

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

46 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান, টব্বায়োতের সন্তান,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

46 নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:46
9 ক্রস রেফারেন্স  

মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন: সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,


পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন।


মন্দিরের দাসরা ওফল পাহাড়ের ওপর বাস করছিল। তারা স্তম্ভের কাছে জলদ্বারের পূর্বাংশ পর্যন্ত মেরামতের কাজগুলি করল।


এরা হল দ্বার-রক্ষকগণ: শল্লুম, আটের, টল্‌মোন, অক্কুব, হটীটা ও শোবয়ের উত্তরপুরুষ 138


কেরোস, সীয় ও পাদোনের বংশধরবর্গ,


প্রাদেশিক শাসনকর্তারা জেরুশালেমে থাকলেন। ইস্রায়েলের কিছু লোক, যাজকগণ, লেবীয়রা ও শলোমনের ভৃত্যদের বংশধররা যিহূদাতে থাকলেন। এরা প্রত্যেকেই বিভিন্ন শহরে নিজস্ব জমিতে বাস করতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন