Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:26 - পবিত্র বাইবেল

26 বৈৎ‌লেহম ও নটোফা শহরের লোক 188

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 বেথেলহেমের ও নটোফার লোক এক শত অষ্টাশি জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 বেথলেহেম এবং নটোফার লোকেরা 188 জন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 বেথলেহেম ও নটোফার লোক 188

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 বৈৎলেহমের ও নটোফার লোক এক শত অষ্টাশী জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 বৈৎলেহম ও নটোফার লোক একশো অষ্টাশি জন;

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:26
7 ক্রস রেফারেন্স  

গিবিয়োনের উত্তরপুরুষ 95


সুতরাং যিহূদার সৈন্যরা মিস্পাতে এসে গদলিয়র সঙ্গে দেখা করতে সুযোগ দিয়েছিল। সৈন্যদের মধ্যে ছিল: নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্হূমতের পুত্র সরায়, নটোফা থেকে এফ-এর পুত্ররা এবং মাখাথীয়ের পুত্র যাসনিয় এবং তাদের লোকরা।


অহোহীয় সল্‌মোন; নটোফাতীয় মহরয়;


নটোফৎ থেকে বানা এর পুত্র হেলব; গিবিয়ার বিন্যামীনের রীবয়ের পুত্র ইত্তয়;


গায়করাও সকলে জেরুশালেমের আশেপাশের শহরগুলি থেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন। তাঁরা নিজেদের বসবাসের জন্য জেরুশালেমের আশেপাশে ছোট শহর বানিয়ে ছিলেন। তাঁরা নটোফাত, বৈৎ‌-গিল‌্গল, গেবা এবং অস্মাবৎ থেকে এসেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন