নহিমিয় 12:31 - পবিত্র বাইবেল31 আমি যিহূদার নেতাদের দেওয়ালের ওপরে উঠে দাঁড়াতে বললাম। এছাড়াও, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বড় দু’টি গানের দলকে বেছে নিলাম। একটি দল ছিল দেওয়ালের ওপরে ডানদিকে ছাইগাদার ফটকের দিকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 পরে আমি এহুদার নেতাদেরকে প্রাচীরের উপরে আনলাম এবং প্রশংসা-গজলকারী দুই মহা সংকীর্তন-দল নির্ধারণ করলাম; তার এক দল) প্রাচীরের উপর দিয়ে দক্ষিণ পাশে সার-দ্বারের দিকে গেল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 পরে আমি যিহূদার কর্মকর্তাদের প্রাচীরের উপর আনলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড়ো গানের দল নিযুক্ত করলাম। একটি দল প্রাচীরের উপর দিয়ে ডানদিকে সারদ্বারের দিকে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আমি যিহুদীয়ার নেতাদের প্রাচীরের উপরে উঠতে বললাম এবং দুটি বড় গায়কদলকে ধন্যবাদ দেবার নির্দেশ দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পরে আমি যিহূদার অধ্যক্ষদিগকে প্রাচীরের উপরে আনিলাম, এবং স্তবগানকারী দুই মহা সংকীর্ত্তন-দল নিরূপণ করিলাম; [তাহার এক দল] প্রাচীরের উপর দিয়া দক্ষিণ পার্শ্বে সারদ্বারের দিকে গেল; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 পরে আমি যিহূদার নেতাদেরকে দেওয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেওয়ালের উপর দিয়ে ডান দিকে সার দরজার দিকে গেল। অধ্যায় দেখুন |