নহিমিয় 11:6 - পবিত্র বাইবেল6 সব মিলিয়ে জেরুশালেমে পেরস বংশের 468 জন সাহসী উত্তরপুরুষ বাস করতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 জেরুশালেম-নিবাসী পেরস-সন্তান সবসুদ্ধ চার শত আটষট্টি জন বীরপুরুষ ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 পেরসের বংশের মোট 468 শক্তিশালী লোক জেরুশালেমে বাস করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 পেরসের বীর বংশধর যারা জেরুশালেমে বাস করছিল তাদের সখ্যা ছিল 468। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যিরূশালেম-নিবাসী পেরস-সন্তান সর্ব্বশুদ্ধ চারি শত আটষট্টি জন বীরপুরুষ ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক যিরূশালেমে বাস করত। অধ্যায় দেখুন |