Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:35 - পবিত্র বাইবেল

35 লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকায় বাস করত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 লোদে ও ওনোতে, এবং শিল্পকরদের উপত্যকাতে বাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 লোদ ও ওনোতে বাস করত। প্রকৃতপক্ষে যিহুদীয়ার লোকেরা দক্ষিণে বেরশেবা থেকে উততরে কারিগরদের উপত্যকা পর্যন্ত স্থানে বসবাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 সবোয়িমে, নবল্লাটে, লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 নবল্লাটে, লোদে, ওনোতে এবং কারিগরদের উপত্যকাতে বাস করত।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:35
8 ক্রস রেফারেন্স  

ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় আর শেমা। শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন। বরীয় আর শেমা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে যেতে বাধ্য করেছিলেন।


লোদ, হাদীদ ও ওনো শহরের 721


মিয়োনোথয়ের পুত্রের নাম ছিল অফ্রা। সরায়ের পুত্রের নাম ছিল যোয়াব। এই যোয়াব ছিলেন কুশলী শিল্পী গে হারাসিমদের পূর্বপুরুষ।


পিতর জেরুশালেমের আশে পাশে বিভিন্ন শহরে ভ্রমণ করতে করতে লুদ্দার খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে এলেন।


তখন লুদ্দা ও শারোণের সব লোক তাকে দেখে প্রভুর প্রতি ফিরল ও বিশ্বাসী হল।


হাদীদ, সবোয়িম, নবল্লাট,


যিহূদায় বসবাসকারী লেবীয় পরিবারের কিছু গোষ্ঠী বিন্যামীনের জমিতে উঠে এসেছিল।


অতএব সন্‌বল্লট ও গেশম তখন আমাকে একটি খবর পাঠাল: “চলো নহিমিয়: ওনো সমভূমির কেফিরিন শহরে আমরা সাক্ষাৎ করি।” কিন্তু ওরা আমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন