Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:33 - পবিত্র বাইবেল

33 হাৎ‌সার, রামা, গিত্তয়িম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 হাৎসারে রামাতে, গিত্তয়িমে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 হাৎসারে, রামাতে, গিত্তয়িমে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

33 হাৎসোর, রামা, গিত্তয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33-34 রামাতে, গিত্তয়িমে, হাদীদে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 হাৎসারে, রামাতে, গিত্তয়িমে,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:33
7 ক্রস রেফারেন্স  

কিন্তু বেরোতের সব লোক গিত্তয়িমে পালিয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত তারা সেখানেই বসবাস করছে।)


“রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন। তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই।”


শমূয়েলের বাড়ী ছিল রামাতে। তাই প্রত্যেকবার তাকে রামায় ফিরে যেতে হত। ঐ শহর থেকেই সে ইস্রায়েল শাসন করত, বিচারের কাজকর্ম চালাত। রামায় শমূয়েল প্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করেছিল।


বিন্যামীনের পরিবারগোষ্ঠী এ ছাড়াও পেয়েছিল গিবিয়োন, রামা, বেরোত্‌,


অনাথোত, নোবে, অননিয়া,


হাদীদ, সবোয়িম, নবল্লাট,


দু বছর পরে, অবশালোমের লোকরা তাদের মেষের গা থেকে পশম কাটতে বাল্-হাৎসোরে এলো। অবশালোম তা পর্যবেক্ষণ করার জন্য রাজার সব সন্তানদের ডাকল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন