Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 10:8 - পবিত্র বাইবেল

8 মাসিয়, বিল্‌গয় এবং শময়িয়। এঁরাই হলেন সেই যাজকগণ যাঁরা চুক্তিটি সই করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 মাসিয়, বিল্‌গয়, শমরিয়, ইমামদের মধ্যে, এসব লোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 মাসিয়, বিল্‌গয়, শময়িয়, এরা সবাই যাজক ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 বিল্‌গয়, শমরিয়, যাজকগণের মধ্যে, এই সকল লোক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 মাসিয়, বিল্‌গয় ও শময়িয়। এঁরা সবাই যাজক ছিলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 10:8
7 ক্রস রেফারেন্স  

এরপর এইসব যাজকগণও তাঁদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন: মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোনাথন, মল্কিয়, এলম ও এষর। অতঃপর যিষ্রহিয়র পরিচালনায় এর দুটি দল গান শুরু করল।


বিল‌্গার পরিবারের নেতা ছিলেন সম্মুয়। শময়িয়ের পরিবারের নেতা ছিলেন যিহোনাথন।


এরপর ইম্মেরের পুত্র সাদোক নিজের বাড়ির সামনের দেওয়াল ও শখনিয়ের পুত্র শময়িয় দেওয়ালের তারপরের অংশটুকু মেরামৎ‌ করে নিল। সে ছিল পূর্ব দ্বারের জনৈক প্রহরী।


হারীমের উত্তরপুরুষদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ও উষিয়;


মশুল্লম, অবিয়, মিয়ামীন,


নিম্নলিখিত লেবীয়রা চুক্তিটি শীলমোহর করেছিলেন: অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদ পরিবারের বিন্নুয়ী, কদ‌্মীয়েল


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন