নহিমিয় 10:38 - পবিত্র বাইবেল38 যখন তারা এই ফসল গ্রহণ করবে তখন হারোণ পরিবারের একজন যাজক লেবীয়দের সঙ্গে থাকবে। লেবীয়রা এইসমস্ত ফসল আমাদের ঈশ্বরের মন্দিরে এনে মন্দিরের গোলাঘরের মধ্যে রেখে দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর লেবীয়দের দশ ভাগের এক ভাগ আদায়কালে হারুনের সন্তান ইমাম লেবীয়দের সঙ্গে থাকবে; পরে লেবীয়েরা দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের আল্লাহ্র গৃহে, কুঠরীগুলোতে, ভাণ্ডারগৃহে আনবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাদের সঙ্গে হারোণের বংশের একজন যাজক থাকবেন। লেবীয়েরা সেইসব দশমাংশের দশমাংশ ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে নিয়ে যাবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 লেবীয়রা যখন দশমাংশ গ্রহণ করবেন, তখন হারোণ বংশের একজন পুরোহিত তাদের সঙ্গে থাকবেন। লেবীয়রা এই সংগৃহীত দশমাংশের দশভাগের একভাগ আমাদের ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারে নিয়ে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর লেবীয়দের দশমাংশ আদায় কালে হারোণের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে; পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে, কুঠরী-সমূহে, ভাণ্ডারগৃহে আনিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সঙ্গে থাকবেন হারোণের বংশের একজন যাজক। পরে লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভান্ডারের ঘরেতে নিয়ে যাবেন। অধ্যায় দেখুন |