Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 10:2 - পবিত্র বাইবেল

2 আর যাজকদের মধ্যে সিদিকিয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সরায়, অসরিয়, ইয়ারমিয়া,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সরায়, অসরিয়, যিরমিয়

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2-8 হকলিয়ের পুত্র শাসক নহিমিয়, সিদিকীয়, সরায়, অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়, মল্কিয়, হটুশ, শবনিয়, মল্লুক। হারীম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল গিন্নথোন, বারাক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসেয়, বিলগয়, শময়িয়, এঁরা পুরোহতি ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 এবং সিদিকিয়, সরায়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সরায়, অসরিয়, যিরমিয়,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 10:2
7 ক্রস রেফারেন্স  

সরায়, যিরমিয়, ইষ্রা, অমরিয়, মল্লুক, হটুশ, শখনিয়, রহূম, মরেমোৎ, ইদ্দো, গিন্নথোয়, অরিয়, মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা, শময়িয়, যোয়ারীব, যিদয়িয়, সল্লূ, আমোক, হিল্কিয়, যিদয়িয় প্রমুখ যাজকেরা শল্টীয়েল ও যেশূয়ের পুত্র সরুব্বাবিলের সঙ্গে যিহূদায় ফিরে এসেছিলেন। এঁরা সকলেই যেশূয়র সময় যাজকদের নেতা ছিলেন বা নেতাদের আত্মীয় ছিলেন।


হিল্কিয়ের পুত্র সরায়। (হিল্কিয় ছিলেন মশুল্লমের পুত্র ও সাদোকের পৌত্র, সাদোক আবার ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়কের পুত্র অহীটুবের সন্তান মরায়োতের নিজের পুত্র।)


বিন্যামীন ও হশূব যে যার নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু ঠিক করার পর অননিয়ের পৌত্র ও মাসেয়ের পুত্র অসরিয়ও নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু মেরামৎ‌ করল।


চুক্তিটি যারা শীলমোহর করেছিলেন তাঁরা হলেন: হখলিয়ের পুত্র রাজ্যপাল নহিমিয়,


সরায়, অসরিয়, যিরমিয়, পশ‌্হূর, অমরিয়, মল্কিয়,


রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না একজন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা যেন পবিত্র খাদ্য গ্রহণ না করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন