দ্বিতীয় বিবরণ 4:48 - পবিত্র বাইবেল48 এই জমি অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ার থেকে সীওন (হর্মোণ) পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের থেকে সীওন পর্বত অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 এই দেশ অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের থেকে সীওন পাহাড় (অর্থাৎ হর্মোণ) পর্যন্ত সমস্ত দেশ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 আর্ণোন উপত্যকার আরোয়ের থেকে সিরিয়োন অর্থাৎ হার্মোন পর্বত পর্যন্ত সমগ্র এলকা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি সীওন পর্ব্বত অর্থাৎ হর্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 অর্ণোন উপত্যকার সীমাতে অবস্থিত অরোয়ের থেকে সীওন পর্বত অর্থাৎ হর্মোণ পর্যন্ত সমস্ত দেশ অধ্যায় দেখুন |
“সেই কারণে আমরা সেই দেশ আমাদের জন্য অধিকার করেছিলাম। রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীদের আমি এই দেশের অংশ বিশেষ দান করেছিলাম। অর্ণোন উপত্যকার আরোয়ার নামক জায়গা থেকে গিলিয়দের পার্বত্য দেশ পর্যন্ত সমস্ত দেশ এবং এর অন্তর্গত সমস্ত শহর আমি তাদের প্রদান করেছিলাম। গিলিয়দের পার্বত্য দেশের অর্ধেক তারা পেয়েছিল।