দ্বিতীয় বিবরণ 33:25 - পবিত্র বাইবেল25 তোমার দরজায় লোহার ও তামার তৈরী তালা ঝুলবে। তোমার সমস্ত জীবনে তুমি হবে শক্তিমান।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তোমার অর্গল লোহা ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তোমার দ্বারের হুড়কাগুলি লোহা ও ব্রোঞ্জের হবে, এবং তোমার যেমন দিন তেমন শক্তি হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তোমার অর্গল লৌহ ও পিত্তলময় হইবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তোমার শহরের দরজার খিল লোহার ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।” অধ্যায় দেখুন |
এবং আজ আমি তোমাদের তাঁর যে বিধি এবং আজ্ঞাসমূহ দিলাম সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে। তাহলে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে এবং তোমাদের পরে তোমাদের যে সন্তানরা থাকবে তাদের সঙ্গে ভালোভাবে চলবে এবং প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানে তোমরা দীর্ঘদিন বাস করতে পারবে—এটি চিরদিনের জন্য তোমাদেরই হবে!”