দ্বিতীয় বিবরণ 15:22 - পবিত্র বাইবেল22 কিন্তু তোমরা বাড়ীতে সেই পশুর মাংস খেতে পারো। যে কোনোও লোকই এটি খেতে পারে—সে শুচিই হোক্ বা অশুচি হোক্। এই মাংস খাওয়ার নিয়ম কৃষ্ণসার এবং হরিণের মাংস খাওয়ার মতো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তোমার নগর-দ্বারের ভিতরে তা ভোজন করো; নাপাক বা পাক-পবিত্র উভয় লোকই কৃষ্ণসার কিংবা হরিণের মত করেই তা ভোজন করতে পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সেটি তোমরা নিজেদের নগরেই খাবে। অশুচি এবং শুচি সকলেই সেটি গজলা হরিণ বা হরিণের মাংসের মতোই খেতে পারবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 নিজেদের বাসস্থানেই তোমরা তার মাংস ভোজন করতে পারবে। শুচি বা অশৌচগ্রস্ত সকলেই কৃষ্ণসার বা হরিণের মাংসের মতই তা খেতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আপন নগর-দ্বারের ভিতরে তাহা ভোজন করিও; অশুচি কি শুচি উভয় লোকই কৃষ্ণসারের কিম্বা হরিণের ন্যায় তাহা ভোজন করিতে পারে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 নিজের শহরের দরজার ভিতরে তা খেয়ো অশুচি কি শুচী, উভয় লোকই কৃষ্ণসারের কিংবা হরিণের মতো তা খেতে পারে। অধ্যায় দেখুন |