দ্বিতীয় বিবরণ 14:25 - পবিত্র বাইবেল25 তোমাদের শস্যের সেই অংশটুকু বিক্রি করে যে টাকা পাবে তা সঙ্গে নাও এবং ঈশ্বর যে জায়গা মনোনীত করেছেন সেই বিশেষ জায়গায় যাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তবে সেই দ্রব্য বিক্রি করে সেই টাকা হাতে নিয়ে তোমার আল্লাহ্ মাবুদের মনোনীত স্থানে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তোমাদের দশমাংশ রুপোর সঙ্গে বদলে নেবে, এবং সেই রুপো সঙ্গে নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তাহলে সেই দ্রব্যসামগ্রীর বিনিময়ে অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ সঙ্গে নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পীঠস্থানে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তবে সেই দ্রব্যে টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তবে সেই জিনিস টাকায় রূপান্তরিত করে সে টাকা বেঁধে হাতে নিয়ে নিজের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে। অধ্যায় দেখুন |