দ্বিতীয় বিবরণ 10:7 - পবিত্র বাইবেল7 এরপর ইস্রায়েলের লোকরা মোষেরো থেকে গুধগোদায়ে গিয়েছিল এবং গুধগোদায় থেকে নদীবহুল দেশ ষট্বাথায় গিয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই স্থান থেকে তারা গুধগোদায় যাত্রা করলো এবং গুধগোদা থেকে যট্বাথায় প্রস্থান করলো; এই স্থানে অনেকগুলো পানির স্রোত ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেখান থেকে তারা গুধগোদায় এবং তারপর যট্বাথায় গিয়েছিল, যে দেশে অনেক জলপ্রবাহ ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সেখান থেকে তারা গুধগোদার দিকে যাত্রা করল এবং সেখান থেকে যট্বাথায় গিয়ে পৌঁছাল। স্থানটি ছিল নদী-নালায় পূর্ণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সে স্থান হইতে তাহারা গুধগোদায় যাত্রা করিল, এবং গুধগোদা হইতে যট্বাথায় প্রস্থান করিল; এই স্থান জলস্রোতের দেশ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সেই জায়গা থেকে তারা গুধগোদায় গেল এবং গুধগোদা থেকে যট্বাথায় চলে গেল; এই জায়গা জলস্রোতের দেশ। অধ্যায় দেখুন |