দানিয়েল 9:22 - পবিত্র বাইবেল22 সে আমার সঙ্গে কথা বলল এবং আমি যাতে বুঝতে পারি সেই রকম ভাবে সাহায্য করল। গাব্রিয়েল বলল, “দানিয়েল, আমি তোমাকে বেশী জ্ঞান দিতে এসেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তিনি আমাকে বুঝিয়ে দিলেন এবং আমার সঙ্গে আলাপ করে বললেন, হে দানিয়াল, আমি এখন তোমাকে বুদ্ধিকৌশল দিতে এসেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তিনি আমাকে বুঝিয়ে বললেন, “দানিয়েল, এখন আমি তোমাকে অন্তর্দৃষ্টি ও বোধশক্তি দিতে এসেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22-23 তিনি বললেন, দানিয়েল আমি তোমাকে প্রজ্ঞা ও বোধশক্তি দিতে এসেছি। ঈশ্বর তোমার অনুনয় শুনে উত্তর দিয়েছেন। তুমি তাঁর প্রিয়পাত্র। তাই সেই দর্শনের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে এসেছি। মন দিয়ে শোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তিনি আমাকে বুঝাইয়া দিলেন, এবং আমার সহিত আলাপ করিয়া কহিলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধিকৌশল দিতে আসিয়াছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তিনি আমাকে বুদ্ধি দিলেন এবং আমাকে বললেন, “দানিয়েল, আমি এখন তোমাকে বোঝার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি। অধ্যায় দেখুন |