দানিয়েল 6:18 - পবিত্র বাইবেল18 তারপর রাজা তাঁর প্রাসাদে ফিরে গেলেন। তিনি রাত্রে কিছু খাননি আর কাউকে আসতে দেননি এবং তাঁকে মনোরঞ্জন করতে দেননি। তিনি ঘুমোতেও পারেন নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে বাদশাহ্ তাঁর প্রাসাদে গিয়ে কোন খাদ্য গ্রহণ না করেই রাতি যাপন করলেন, নিজের সামনে কোন উপভোগের সামগ্রী আনতে দিলেন না, তাঁর নিদ্রাও হল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তখন রাজা প্রাসাদে ফিরে গেলেন কিন্তু কিছু খাওয়াদাওয়া না করে ও কোনো আমোদ-প্রমোদ না করে, রাত্রি কাটালেন; এবং সারারাত ঘুমাতে পারলেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 রাজা প্রাসাদে ফিরে এলেন। দূরে সরিয়ে দিলেন সব খাওয়া-দাওয়া, আমোদ-প্রমোদ। অনিদ্রায় কাটালেন সারা রাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন, আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তাঁহার নিদ্রাও হইল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 পরে রাজা তাঁর রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং সমস্ত রাত ধরে তিনি উপোশ থাকলেন ও তাঁর সামনে বিনোদনের কোন বিষয় উপস্থিত করা হল না এবং ঘুম তাঁর চোখ থেকে চলে গেল। অধ্যায় দেখুন |