দানিয়েল 5:25 - পবিত্র বাইবেল25 এই হল সেই কথাগুলো যা দেওয়ালের ওপর লেখা ছিল: মিনে, মিনে, তকেল, এবং উপারসীন অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 লেখা কথাটি এই, ‘মিনে মিনে, তকেল, উপারসীন,’ গণিত, গণিত, তুলাদণ্ডে পরিমিত ও খণ্ডিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 “এই বার্তা লেখা হয়েছে: মেনে, মেনে, তেকেল, পারসিন অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 লেখা হয়েছে, “মিনে মিনে তকেল উপারসীন।” “গণিত, গণিত, পরিমিত ও বিভাজিত।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 লিখিত কথাটী এই, ‘মিনে মিনে, তকেল, উপারসীন,’ [গণিত, গণিত, তুলাতে পরিমিত, ও খণ্ডিত]। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 এটা সেই লেখাটা যেটা লেখা হয়েছিল, ‘মিনে মিনে তকেল উপারসীন।’ অধ্যায় দেখুন |