তীত 2:7 - পবিত্র বাইবেল7 আর তুমি নিজে সব বিষয়ে তাদের সামনে সৎ কাজের আদর্শ হও। তুমি যখন শিক্ষা দেবে তখন সততা ও গাম্ভীর্য়ের সঙ্গে তা দিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তুমি নিজে সমস্ত বিষয়ে সৎকর্মের আদর্শ হও, শিক্ষায় সাধুতা ও গাম্ভীর্যতা বজায় রাখ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তুমি নিজে সবসময় ভাল কাজ করে আদর্শ স্থাপন করবে। তুমি যে শিক্ষা দেবে তা যেন আন্তরিক ও সারগর্ভ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর আপনি সর্ব্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হও, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর নিজে সব বিষয়ে ভালো কাজের আদর্শ হও, তোমার শিক্ষায় অনিন্দা, ধীরতা ও অদুষিত নিরাময় বাক্য থাকে, অধ্যায় দেখুন |