গীত 96:7 - পবিত্র বাইবেল7 হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে জাতিদের গোষ্ঠীগুলো, মাবুদের ঘোষণা কর, মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো, স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে জাতিবৃন্দের গোষ্ঠীসমূহ, প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর, তাঁকেই অর্পণ কর সকল মহিমা ও প্রতাপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 হে জাতিদের গোষ্ঠী সকল, সদাপ্রভুুর কীর্ত্তন কর, সদাপ্রভুুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর। অধ্যায় দেখুন |