গীত 95:7 - পবিত্র বাইবেল7 কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য জোগান, আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কেননা তিনিই আমাদের আল্লাহ্, আমরা তাঁর চরাণির লোক ও তাঁর হস্তের মেষ। আহা! আজই তোমরা তাঁর কণ্ঠস্বর শোন! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কারণ তিনি আমাদের ঈশ্বর আর আমরা তাঁর চারণভূমির প্রজা, ও মেষ যাদের তিনি যত্ন করেন। আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কারণ তিনি আমাদের ঈশ্বর, আমরা তাঁর চারণের প্রজা, তিনি সযত্নে পালন করেন আমাদের। তোমরা আজই তাঁর রবে কর্ণপাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ। আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা আজই, তোমরা তার স্বর শুনবে। অধ্যায় দেখুন |