গীত 95:5 - পবিত্র বাইবেল5 সমুদ্রও তাঁরই—তিনিই তা সৃষ্টি করেছেন। ঈশ্বর তাঁর নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সমুদ্র তাঁর, তিনিই তা নির্মাণ করেছেন, তাঁরই হাত শুকনো ভূমি গঠন করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন, আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সমুদ্র তাঁর, কারণ তিনিই তার স্রষ্টা, স্থলভূমিও তাঁরই হাতে গড়া। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 সমুদ্র তাঁহার, তিনিই তাহা নির্ম্মাণ করিয়াছেন, তাঁহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সমুদ্র তার, তিনিই তা নির্মাণ করেছেন, তার হাত শুকনো জমি গঠন করেছে। অধ্যায় দেখুন |
নিশ্চয়ই তোমরা আমাকে ভয় পাও।” এই ছিল প্রভুর বার্তা। “আমার সামনে তোমাদের ভয়ে শিউরে উঠতে হবে। আমিই সেই একজন যে তটভূমি দিয়ে সমুদ্রকে সীমায়িত করেছে, যাতে জল তার বাইরে না বইতে পারে। জলের ঢেউ হয়তো বালুতটে আছড়ে পড়বে কিন্তু কোন কিছুকে ধ্বংস করতে পারবে না। ঢেউ গর্জন করে বালুতটে আছড়ে পড়তে পারে কিন্তু কখনও বালুতটের সীমানা পেরোতে পারবে না।