গীত 94:9 - পবিত্র বাইবেল9 ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন, তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে! ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না? যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 যিনি কান তৈরি করেছেন তিনি কি শুনবেন না? যিনি চোখ নির্মাণ করেছেন তিনি কি দেখবেন না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 যিনি কর্ণ সৃষ্টি করেছেন, তিনি কি পান না শুনতে? যিনি গঠন করেছেন চক্ষু, দেখতে কি পান না তিনি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 যিনি কর্ণ রোপন করিয়াছেন, তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন, তিনি কি দেখিবেন না? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না? যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না? অধ্যায় দেখুন |