গীত 93:5 - পবিত্র বাইবেল5 প্রভু আপনার বিধি চিরদিন বজায় থাকবে। আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হে মাবুদ, তোমার সমস্ত নির্দেশ অতি বিশ্বাসযোগ্য, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 শাশ্বত তোমার সকল অনুশাসন হে প্রভু পরমেশ্বর, পবিত্রতা তোমার ভবনের শোভা, যুগে যুগে চিরকাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বসনীয় পবিত্রতা তোমার গৃহের শোভা, হে সদাপ্রভুু, চিরদিনের জন্য। অধ্যায় দেখুন |