গীত 91:6 - পবিত্র বাইবেল6 নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 অন্ধকারে বিচরণকারী মহামারী থেকে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি থেকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অথবা মহামারি থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তিমির বিহারী মারী কিম্বা মধ্যাহ্নের সর্বগ্রাসী মহামারীর মাঝেও ভীত হবে না তুমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তিমির-বিহারী মারী হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সংক্রামক মহামারীর থেকে যা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায় অথবা রোগের থেকে যা দুপুরবেলায় আসে। অধ্যায় দেখুন |