Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 90:14 - পবিত্র বাইবেল

14 প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন। আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 খুব ভোরে আমাদেরকে তোমার অটল মহব্বতে তৃপ্ত কর, যেন আমরা সারা জীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তোমার অবিচল প্রেমে আমাদের পূর্ণ কর প্রতি প্রত্যুষে, যেন আনন্দে মুখর হই সারাটি জীবন মুখরিত হই তোমারই বন্দনাগানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 প্রত্যূষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 ভোরে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা সারাজীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি




গীত 90:14
13 ক্রস রেফারেন্স  

ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে। এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো।


প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম। আমি আপনার দাস, তাই আমায় সুখী করুন।


আবার আমাদের জীবন্ত করে দিন! আপনার লোকদের সুখী করুন।


হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশী। আপনি আমার দুর্ভোগ দেখেছেন। আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন।


সবসময় প্রভুতে আনন্দ কর। আমি আবার বলছি আনন্দ কর।


ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও। সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও।


ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন। আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন। আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, যে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!


সবকিছু মঙ্গলময় ও সুন্দর হবে। শস্য এবং দ্রাক্ষা হবে প্রচুর, এবং সমস্ত যুবক-যুবতী সেগুলো খেয়ে এবং নতুন দ্রাক্ষারস পান করে শক্তিশালী হয়ে উঠবে!


প্রভু বললেন, “রামা থেকে—কান্না ও দুঃখের শব্দ শোনা যাবে। রাহেলা তার সন্তানদের জন্য কাঁদবে। মৃত সন্তানদের জন্য রাহেল আরাম নিতে অস্বীকার করবে।”


প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয় তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন