Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 9:1 - পবিত্র বাইবেল

1 আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি। প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো, তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব; আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, সারাটি অন্তর দিয়ে আমি করব তোমার স্তবগান। তোমার পরমাশ্চর্য কীর্তিগাথা বর্ণনা করব আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য্য ক্রিয়া বর্ণনা করিব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমার সমস্ত হৃদয় দিয়ে আমি সদাপ্রভুুকে ধন্যবাদ দেব, আমি তোমার সমস্ত আশ্চর্য্য কাজের কথা বলব।

অধ্যায় দেখুন কপি




গীত 9:1
22 ক্রস রেফারেন্স  

ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি। চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!


সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো। তাঁর অলৌকিক কীর্তির কথাও সবাইকে বলো।


প্রভুর প্রশংসা কর! যেখানে সৎ‌ লোকেরা জমায়েত হয়, সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই।


প্রভু আমি আপনার প্রশংসা গান গাই। আপনার সৃষ্টিকরা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই।


তাই যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব স্তুতি উৎসর্গ করতে যেন বিরত না হই। সেই বলিদান হল স্তব স্তুতি, যা আমরা তাঁর নাম স্বীকারকারী ওষ্ঠাধরে করে থাকি।


এই লোকদের তো আমিই সৃষ্টিকর্তা এবং এরা আমার প্রশংসা করে গান গাইবে।


আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো। আমি পরাৎ‌‌পর প্রভুর নামের প্রশংসা করি।


তিনি যে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো। মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমৎ‌‌কার!


ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি। সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো।


প্রভু আমার, আপনার সম্মানে আমি মুখ খুলবো এবং আপনার প্রশংসা গান গাইবো!


সে জবাব দিল, “‘তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ ও শক্তি দিয়ে অবশ্যই তোমার প্রভু ঈশ্বরকে ভালবাসো।’ আর ‘তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসো।’”


তারা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছিল: “হে প্রভু ঈশ্বর ও সর্বশক্তিমান, মহত্ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে জাতিবৃন্দের রাজন! ন্যায় ও সত্য তোমার পথ সকল।


আর সেদিন তুমি বলবে: “হে প্রভু আমি তোমার প্রশংসা করি! তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে। কিন্তু এখন আর আমার প্রতি ক্রুদ্ধ থেকো না! আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর।


মিদিয়ন ও ঐফা থেকে উটের দল তোমার জমি পার হবে। শিবা থেকে দীর্ঘ উটের সারি আসবে তোমার কাছে। তারা বয়ে আনবে সোনা ও ধূপ। তারা প্রভুর প্রশংসা করে গান গাইবে।


ঈশ্বর যে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না। কোন ব্যক্তিই ঈশ্বরের যথেষ্ট প্রশংসা করতে পারে না।


তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো। এতে আমি সুখী হবো। কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন