Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 89:52 - পবিত্র বাইবেল

52 ধন্য প্রভু চিরকালের জন্য! আমেন! আমেন!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

52 মাবুদ ধন্য হোন, চিরকালের জন্য! আমিন, আমিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

52 চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক! আমেন, আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

52 চিরধন্য তুমি হে প্রভু পরমেশ্বর! আমেন, আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

52 ধন্য সদাপ্রভু, চিরকালের জন্য! আমেন, আমেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

52 ধন্য সদাপ্রভুু, চিরকালের জন্য। আমেন, আমেন।

অধ্যায় দেখুন কপি




গীত 89:52
10 ক্রস রেফারেন্স  

প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন। আমেন।


যিনি যুগপর্যায়ের রাজা, অক্ষয়, অদৃশ্য ও একমাত্র ঈশ্বর; যুগপর্যায়ে যুগে যুগে তাঁরই সম্মান ও মহিমা হোক্। আমেন।


ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর। ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন। সব লোকরা বলল, “আমেন!” প্রভুর প্রশংসা কর!


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার কর।’


এরপর যেশূয়, বানি, কদ‌্মীয়েল, বুন্নি, হশব্‌নির, শেরেবিয়, হোদিয়, শবনিয়, পথাহিয় প্রমুখ লেবীয়রা বলল, “উঠে দাঁড়াও এবং তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর সর্বদা ছিলেন এবং তিনি চির দিন থাকবেনও। “মানবজাতি তোমার মহান নামের প্রশংসা করুক! তোমার নাম সব কিছুর ঊর্দ্ধে উঠুক এবং বন্দিত হোক্!


হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে।


আমার ভাইরা অচেনা মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে। আমার মায়ের সন্তানরা আমার সঙ্গে ভিন দেশীর মতই ব্যবহার করে।


হে ঈশ্বর, আমাদের চারপাশের লোকরা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তার জন্য ওদের আপনি সাত গুণ বেশী শাস্তি দিন। আপনাকে অপমান করার জন্য ওদের শাস্তি দিন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন