গীত 89:48 - পবিত্র বাইবেল48 কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই যে মরবে না। কোন ব্যক্তিই কবর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 কোন্ মানুষ জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, কে পাতালের হাত থেকে নিজের প্রাণ মুক্ত করবে? [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না, অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 কে আছে এমন জন মৃত্যুদর্শন না করে যে জীবিত থাকতে পারে? কে পারের মৃত্যুলোক থেকে নিজেকে উদ্ধার করতে? সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 কোন্ মনুষ্য জীবিত থাকিবে, মৃত্যু দেখিবে না, কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 কে জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, বা, কে তার নিজের প্রাণকে পাতালের শক্তি থেকে মুক্ত করতে পারে? অধ্যায় দেখুন |
হনোককে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছিল, তিনি মরেন নি। এই পৃথিবী থেকে হনোককে তুলে নেবার পূর্বে হনোক এই সাক্ষী রেখে যান যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। পরে লোকরা হনোকের খোঁজ আর পেলেন না, কারণ ঈশ্বর তাঁকে কাছে রাখার জন্য নিজেই হনোককে তুলে নিয়েছিলেন। হনোকের জীবনে বিশ্বাস ছিল বলেই এমনটি সম্ভব হয়েছিল।