গীত 89:17 - পবিত্র বাইবেল17 আপনি তাদের বিস্ময়কর শক্তি। তাদের শক্তি আপনার কাছ থেকে আসে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা, আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 কারণ তুমি তাদের মহিমা আর শক্তি, আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তুমিই তাদের শক্তি, তোমাতেই তাদের গৌরব, তোমার অনুগ্রহেই তারা উন্নত শির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যেহেতু তুমিই তাহাদের বলের শোভা, আর তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তুমিই তাদের শক্তির শোভা এবং তোমার অনুগ্রহে আমরা বিজয়ী হই। অধ্যায় দেখুন |