Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 80:7 - পবিত্র বাইবেল

7 হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায় আমাদের গ্রহণ করুন। আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 হে বাহিনীগণের আল্লাহ্‌, আমাদেরকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, বন্দীত্ব মোচন করে উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি, উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও, তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা রক্ষা পাব।

অধ্যায় দেখুন কপি




গীত 80:7
10 ক্রস রেফারেন্স  

যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন। যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন। কিন্তু অতীতে আমরা পাপ করেছি এবং তাই আপনি ক্রুদ্ধ ছিলেন। কিন্তু এখন আমরা কিভাবে রক্ষা পাবো?


ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন! আমার আত্মাকে আবার শক্তিশালী করুন!


হে জেরুশালেমবাসী, কু-মতলব ত্যাগ করো। হৃদয় থেকে সমস্ত শয়তানি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আত্মাকে শুদ্ধ করলে তবেই তোমরা রক্ষা পাবে।


হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন। আমাদের গ্রহণ করুন। আমাদের রক্ষা করুন।


ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন। আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন!


“ইস্রায়েলীয়দের অনেক লোককেই সে তাদের প্রভু ঈশ্বরের পথে ফেরাবে।


যাতে, ‘তারা দেখবে কিন্তু উপলদ্ধি করতে পারবে না। তারা শুনবে অথচ বুঝবে না, পাছে তারা ফিরে আসে ও তাদের ক্ষমা করা যায়।’”


প্রভু, আমার গুরু, ইস্রায়েলের পবিত্র জনটি বলেন, “তোমরা যদি আমার কাছে ফিরে আসো তবে সুরক্ষিত হবে। তোমরা যদি আমার ওপর আস্থা রাখ তবেই পাবে আসল শক্তি। কিন্তু তোমাদের শান্ত হতে হবে।” কিন্তু তোমরা তা করতে চাও না!


কিন্তু হোরোণের সন্‌বল্লট, অম্মোনের ক্রীতদাস টোবিয় ও আরবীয় গেশম আমাদের বিদ্রূপ করে জিজ্ঞেস করল, “তোমরা কি করছো? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছো?”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন